Sunday, June 21, 2015

কিছু গোপন কথা আলিয়া ভাট এর

আলিয়া ভাট, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনয়ের জগতে আত্মপ্রকাশ ঘটান ২০১২ সালে,করন জোহরের রোমান্টিক কমেডি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (২০১২) চলচ্চিত্রের মাধ্যমে, যা সে বছরের বক্স অফিস সাফল্য অর্জন করে।
এরপরে সে আরও অনেক সিনেমায় অভিনয় করেন যার বেশিরভাগই ব্যাবসায় সফল। বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরই মধ্যে প্রচুর ভক্ত জুটিয়েছেন তিনি। আজ জানবো তার সম্পর্কে অজানা কিছু কথা।

১। আলিয়া ভাটের সব সময় প্রিয় কার্টুন শো ‘টম এন্ড জেরি’।
২। এই তার বছরের প্রিয় ফিল্ম দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘পিকু’ ।
৩। চকলেট আইসক্রীম তার প্রিয় এবং তিনি নিউট্রেলা খেতে ভালবাসে!
৪। সে খুব সকালে ঘুম থেকে উঠে এবং নিজেকে ফিট রাখতে হাঁটে ও ব্যায়াম করে।
৫। তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তার আত্মপ্রকাশ ফিল্ম ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ারে’ শুটিং এর প্রথম দিন ।
৬। অনেকেই তার সম্পর্কে যে কথা জানে না তা হচ্ছে সে গ্রিনটির সঙ্গে চিনাবাদাম খেতে ভালবাসে।
৭। তার প্রিয় জায়গা ভারতে হিমাচল প্রদেশের পর্বত।
৮। তার প্রিয় ডেজার্ট মুগ ডালের হালুয়া।
৯। তিনি সবচেয়ে তিন জন মানুষের কথা সবচেয়ে বেশি শোনেন তার মা সোনি রাজদান, তার পরামর্শদাতা করণ জোহর ও তাঁর বোন, শাহীন ভাট ।
১০। তার গোপন সুখ “কাজ কাজ এবং কাজ” ।
আলিয়া ভাট ১৫মার্চ, ১৯৯৩ সালে ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মহেষ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান। আলিয়ার বাবা-মা দুজনই হিন্দুধর্মালম্বি ছিলেন, তবে তাদের বিবাহের সময় দুজনই ইসলাম ধর্মে দীক্ষা নেন। বাবা-মা অনুসারে, ভাট এবং তার বোন শাহীন নাস্তিক হিসেবে বেড়ে উঠেন।
মায়ের দিক থেকে, ভাট কাশ্মীরি-জার্মান ঐতিহ্যধারী এবং বাবার দিক থেকে, তিনি মূলত গুজরাটি বংশদ্ভুত। তার বোন পূজা ভাট একজন চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা, এবং ভাই রাহুল ভাট।
অভিনেতা ইমরান হাশমী এবং চলচ্চিত্র পরিচালক মোহিত সুরি তার চাচাতো ভাই এবং প্রযোজক মুখেষ ভাট তার চাচা। ভাট ২০১১ সালে জামাবাই নার্সী বিদ্যালয় (IBDP) থেকে স্নাতক পাশ করেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন >>>

No comments:

Post a Comment