Wednesday, June 17, 2015
ভয়ে-লজ্জায় অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গেলেন পরিনীতি চোপড়া (ভিডিও)
ম্যাকআপ রুমের ভেতরে বসে আছেন পরিনীতি চোপড়া। বাইরে চলছে সাংবাদিকদের উপর এলিট ফোর্সের হামলা। একদিকে ভয় অন্যদিকে লজ্জা নিয়ে কোণঠাসা পরিনীতি বের হতে পারছিলেন না। প্রায় ১ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে গুমোট মুখে ক্ষুব্ধ সাংবাদিকদের সামনে দিয়েই হেঁটে বেরিয়ে যান পরিনীতি। অনেকটা ভয় আর লজ্জা নিয়েই তাকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে আয়োজকদেরকেও পরিনীতি জানিয়েছেন, এমন লজ্জানক পরিস্থিতিতে তিনি এর আগে কখনো পড়েননি।
প্রসঙ্গত, গ্রীন অ্যাপল কমিউনিকেশন ঈদ উপলক্ষে ১২টি ফ্যাশন হাউস-এর পোশাকের প্রদর্শনী উপলক্ষে আয়োজন করে ফ্যাশন শো ‘প্যাশন ফর ফ্যাশন’-এর। এ অনুষ্ঠানেই অংশ নিতে ১৬ জুন ঢাকায় এসেছিলেন পরিনীতি চোপড়া।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment